উঠতি বয়স আর পড়ন্ত বয়স
এর তফাৎ কোথায় ?
জানতে হলে জীবনকালটা
পার করা চাই যোগ্যতায় ।

পড়ন্ত বয়সে অভিজ্ঞতার ভারে
কুব্জ দেহে হায়তোবা ভরে ।
উঠতি বয়স, অবোঝা পন্থী
প্রবীণের অভিজ্ঞতা- এক এক গ্রন্থী ।

সময় নয় কারো অধীন
সে থেমে থাকে না
সব কাজের হোতা, সে স্বাধীন ।
উঠতি সময়ে অধরা সুযোগ ,
পড়ন্ত বেলায় হা-হুতাশ -
হতাশায় ভরা যত্তো দুর্ভোগ ।

(১৩-১০-২০২৩)
গ্রন্থী > গাঁট, গিঁরা ।