জীবন ,তুলাদণ্ডের দু’ই পাল্লা
পাল্লা দু’টি দেয় অহরহঃ পাল্লা ,
স্বরূপ, উপর নীচে ঝোঁকাঝুঁকি -
যেন দুঃখের অংশ পাল্লায় ভরী ;
কত না কষ্ট স্বীকার, সময় ধরি ,
আঁধারে, অজানায়- মাথা ঠুঁকি ।
প্রবল ঝঞ্ঝাঝড় সংসার মাঝে
সেথায় সুখ খুঁজি ভাঁজে-ভাঁজে ,
হোক না ক্ষণিক সে সুখ -
দুঃখ তাকে নীচে ফ্যালে
হৃদয়-মন-চিত্তে অপরূপ
এক তৃপ্তসুখ প্রকাশে উজ্জ্বলে।
পেয়ে ছোঁয়া সুখ ও ভালোবাসা
জেগে ওঠে হারানো সব আশা ,
জীবনের মোহমায়া- ভরসায়
প্রাণ ভরে যায় কানায় কানায় ।
ডানা মেলে ওড়া মাতাল ভঙ্গি
যেন সে নীলগগনের বিহঙ্গী ,
ধরণীর মাঝে এই তো জীবন -
সুখ-দুঃখের এ মলয় পবন ।
(০৫-১১-২০২৩)