জ্ঞানের খোঁজে সবে সচেতন
রাতদিন নেট্ ঘাঁটা-ঘাঁটি
শিক্ষার গুণ কত না পরিপাটি ,
একাগ্রতায় সে মন ।
সময়ে শিখছে সার
আত্মসন্তুষ্টি, অপার
পাওয়া যেন যক্ষের ধন !

শোনা কথায় কান
সহজ পথ ধরা সে জ্ঞানের মান ।
অনুসন্ধানে যায় জানা
না জাগলে নিজ জাগ্রত ভাবনা ,
ঠেলে গাছে উঠানো যায় -
নামবার উপায় অজানা তায় ।

এ বোধ, নিজ জ্ঞানে নিজ শ্রেষ্ঠ
কাজে হতেও পারে নিজ অনিষ্ট ;
অণুতে গঠিত ধরা
বিচার যদি হয় অনিষ্টে পাগলপারা ,
ধরে অশান্তির- কারুকাজ
প্রকৃত জ্ঞান আজ দুর্যোগের সাজ !

(১০-১১-২০২৪)