অনেক হ’ল জীবনের হিসাব- নিকাশ
অন্ত নেই যে এর
মহাসাগরের সে ফেনিত ঢেউ
তার মীমাংসা করতে পারে না যে কেউ ।
সার বলে কথা । জীবনের পাওনা,-দেনা ,
যা কিছু ছিল যল্পনায় -
কি পেলাম, কি বা দিলাম, এ জীবনব্যাপী
তাও আসে না কল্পনায় !

অসার জীবন ! কত ঘানি টেনে
ঘুঁটে গোবর কুড়িয়ে- কুড়িয়ে ,
মা, মাসিরা হ’ল বুড়ি ;
আমিও এক অধম, সুযোগ পেয়েও
সমরূপ-সমান তার জুড়ি ।
তারপর দেখা,- না- সন্তানটার ভবিষ্যৎ -
তার আগের জীবনটা কি হবে !
আমার মতই সেও কি এ ধারায়
কাটাবে কালটি ভবে ?

বুঝেও ছেড়ে যাব, এ সুন্দর পৃথিবী -
বুকে ধরে এক সাগর সে যন্ত্রণা -
করাণ-টা আর কিছু না ,--ভরা মূর্খতা ,
জীবন-ঝোলা ভরিছি শুধুই কুমন্ত্রণা !

(২৯-১২-২০২৪)
সমস্ত সুহৃদ পাঠককূলকে আমার হার্দিক নববর্ষের, প্রেমময় শুভেচ্ছা ,শুভকামনা ।