চুলচেরা হিসাব কষে-কষে ,
চাঁদবদনটা পেঁচামুখ
উদাহ যেন সর্বসুখ ,
হাবসি কাটি অবশেষে !

গত্যান্তর খুঁজে বিমুখ
হায় রে ,অধম সুখ !
পেলাম পানীয় জল
মন হল না তরল
দুষি বিধাতা -
মোর সনে কেন আদিখ্যেতা ?

শনি লেগে পেছনে আজি
দু’হাতে দোয়া যাচি ,
নির্বুদ্ধিতার পরাকাষ্ঠা -
মাথায় ভরা গোবর-বিষ্ঠা ।
ঠন্-ঠন্ গোপাল
না ফেরা সে কপাল ,
উল্লাস হীন জীবন
অসাড় যেন প্রাণ-মন ।

(১৪-০১-২০২৪)