কথা আর ধনুকের নিক্ষিপ্ত তীর
বিঁধলে বুকে, জীবনটা যে হয় অস্থির !
সমালোচনার ঝড়--- কারখানা
এমত কর্মের কারে কারে করবে - মানা ?
স্বার্থই যখন অমূল্য নিধি-ধন, বিষয় -
মনের অন্ধত্ব আর মলিনতায় হয় উদয় !
অহিতে একদা ভরে জীবন,- অজানায়
কখনো পায় না সুযোগ শুভ ভাবনায় ।
এমনি ডেকে আনা খাল কেটে কুমির
জীবনটা কুরে কুরে খায়
দৈত্য রূপ আঁধার তিমির ।
না জাগলেও সময়ে সদভাবনা
তবু কত যে হন উদয়, সেবক- জাহাপনা ,
সমাজের দিশা -গতিমুখ কোন দিক ?
ভুক্তভোগী জনতা ,জানা হল না সঠিক ।
(২৩--০৮-২০২৩)