এক জাতি এক ধর্ম সব কী তাই ?
ভারত তবে বোকা দেখতে পাই !
তারপর আসে আমেরিকা
সেথায় সর্বধর্ম জাতের বাস
তাঁরা মনে ধরে না জাতের অহমিকা ।

স্বজাতি-শ্রেষ্ঠ ,যদিও উত্তম বিচার কথা ,
তবে হৃদয়ে স্থান পাক, পবিত্র মানবতা ;
সংসারে দ্বন্দ্ব একটাই মনে হয় কারণ -
জাত্যাভিমান ও স্বদেশ হৃদয়ে পোষণ ।

ভালোবাসা প্রায় উবে, মৃতমত মানবতার ,
সব দেশে-দেশে এমন কি--ভরে সংসার ;
তাই অনেক কিছু আছে ভাববার ,
বিশ্বটা হোক সর্বধর্ম ও মানবতার ।

কি লাভ উপরে থুথু ছুঁড়ে
তা’ নিজ ’পর ঘুরে ফিরে পড়ে ,
ভাবনা, বাকিরা খারাপ এ বিচার
মনে ছাপ পড়ে ক্ষুব্ধতার ঘর ;
জঞ্জাল গড়ে ওঠে কলুষ চিন্তার
আজ মানবতাহীনে আঁধার চারিধার ।

দোষশূন্য কোন মানব হয় না জগতে ,
ভাল ও মন্দ নিয়ে সংসার চলে -
তবু সময় কালে চায় সকলে
ভাইচারা, সুখ-শান্তি এ মর্ত্যে পেতে ।

বোঝা না বোঝার দ্বন্দ্বে ,
জীবন ফেরে না মৌলিক ছন্দে ।

(০৫-০৯-২০২৩)