চলমান বোঝাপড়ায় সকাল সাঁঝের
অদূরদর্শিতা হয় ভীষণ অকাজের ,
ফুঁটো করে নৌকা দাঁড় বায় দেশমাঝি ,
যেন মহান সমাজসেবী , শাঁসিয়ে রাখেন কাজী ।
নায়ের সাওয়ারী সে তো হাতের মুঠোয় ,
সব বাাঁধা পড়েছে জীবনের হৈচৈ ।
নায়ে সওয়ার কত ডজন জান
ওদের বিপদ বোধে মাঝি- অনজান ,
অবোধ মাঝি , হয় না সে মানসিক হয়রাণ !
যে কোন সময় নাও যে ডুবতে পারে
সে দেখে না , উপায় পরিত্রাণ
তার শুধু ভালবাসা- নিজ জয়গান ।
(২১-০৮- ২০২৩)
আজ(৩০-০৮- ২০২৩)- রাখিবন্ধনের পবিত্র দিনে সমস্ত আসরজনকে হার্দিক শুভকামনা জানাই । একতায় মঙ্গলময় জীবন গড়ে উঠুক ।
শ্রাবণপূর্ণিমার এই পবিত্র দিনে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গকে রুখতে, হিন্দু মুসলমানের হাতে রাখি বেঁধে একতার দিন রাখিবন্ধন মানতে অনুরোধ করেন ।