আমার বিশ্বাস, বিশ্বটা বাঁচবে ছেড়ে নিঃশ্বাস ,
মনে যদি আশা রোপণ- খাস
আমার ধর্মের বাড়লে চাষ
শুধু-শুধু ঊর্যা ক্ষয়, এরূপ করো না আশ ।
মানবতা উত্থানে ভিন্ দেশের বৈজ্ঞানিক
বিশ্বে জনতারে মঙ্গল করেন অত্যাধিক ,
ভরুক ভাইচারা স্নেহ ও ভালবাসায়
থেক না-বোঝা না বোঝায় দ্বন্দ্ব- কুয়াশায় ।
অহেতুক এ মক্সদ তিলাঞ্জলি দিয়ে ,
নিজেরে গড়ো মানবতা জয়ে ।
ভুলটা ওখানেই সংঘটিত জটিল -
যাঁরা ধর্ম করেন অন্ধত্বে, দরজায় এঁটে খিল্ !!
(২৭--০৮-২০২৩)
খাস > আসল । উর্যা > বল, শক্তি । মক্সদ > উদ্দেশ্য ।