সমাজে বোধের আছে এক স্তর- মানদণ্ড
আবহমান কাল ধরে এ ধারা জ্ঞান- কাণ্ড ।
মানব জীবনে অতি কোন কিছু ভাল নয়
অতি সাধুতায় দুষ্কৃতিরা চড়ে মাথায় ,
অতি মানবতায় মূর্খ দ্বারা অকল্যাণ হয়
এখানে সেখানে দেশকাল ,পাত্রে
কত কত নিদর্শন ভরে সর্বস্তরে
কত অপঘটনার সাক্ষ্য ভরা এ জগৎময় ।
ঝোঁক বুঝে মারলে কোঁপ
অনাসৃষ্টি ঘটে না ,
মনে ধরে না ক্ষোভ ।
ছোট চারা ঝাড়েমুড়ে খায় ছাগল
কারো অধিক জ্ঞানের সঞ্চার হলে
সমাজের বোধের স্তরে সবে বলে পাগল ।
অযাচিত উপকারীকে বাঘে খায় ,
পাত্র, অধিক সৎ হলে বিবাহ কালে
সুকন্যা-পাত্রি মেলা বড় দায় ।
(৩১--০৮-২০২৩)