লেখক , কবি বড় যাচ্ছেতাই বলে
খেয়ে দেয়ে পায় না কাজ -
দেশের পেছনে লাগে মত্ততালে
লেখা-লেখি তার যেন পেশা-বাতিক ,
বন্দ না কলম, কখনো আবার রসিক ।
এমনি পণধারায় তার জীবনটা চলে
বুঝ এটুকু নিজের মত করে সর্বদা বলে ।
এদিকে না জাগা জ্ঞান, বৈতরণী পার
মাঝপথে হাবুডুবু খান, না বুঝে বাস্তবতার !
কেহ যদি জাগায় জ্ঞান, পুরিতে মনোরথ ,
শুভঙ্করের ফাঁকি, লিখে চলে জীবন খৎ ।
নিজে না হয়ে দক্ষ- পারদর্শী ,পবিত্র
পরদোষ ধরা স্বভাব যেন চরিত্র !
আগুনে পুড়ে পুড়ে কঠিন লোহা হয় লাল ,
আরামে না সৃষ্টিগাথা ,ফেরে না কপাল ।
(২৩--০৮-২০২৩)