বোঝা না বোঝায় অন্তর মর্ম
জাতের লড়াই, জাতের ধর্ম ,
জ্ঞানচক্ষু সতেজে হয় না ধার –
সব মেনেও পরিণতি না বোঝার
এ দৃশ্য ভরে সব ঘর-সংসার ।
সহস্র বছরের নির্মম যাতনা
সবে অভিজ্ঞ আপন-আপনা ,
বাঁচায় সচেষ্ট, না কোন কারপণ্য -
হোমযজ্ঞে এত আহুতি কার জন্য ?
শেষ সীমায় ধুঁকছে সমাজ
মিথ্যা নিয়ে গর্ব ,অবগুণ্ঠন- তাজ ।
মহাবাঁধা, অযুত সংস্কার -
সশক্ত ঘেরা- চুচ্ছ আড়ম্বর ।
দ্বন্দ্ব বিভেদের ঘেরাটোপে
বাড়-বাড়ন্ত ফুলে-ফেঁপে ,
গন্তব্য-সীমা শূন্যে মিলায় ,
বোঝা না বোঝায় জীবন ভাবায় ।
(১৯-০৮-২০২৩)