জীবন ও জড় জগতের দু’টি বিষয় ,
কত পার্থক্য মতে -
কর্ম-ধর্ম-রূপে, না মিল ক্রোশ দূর ,
তবু বহমান অস্তিত্ব বজায় এ জগতে ।

প্রচণ্ড আলোর জ্যোতি ও তিমির
তারাও সহ-অবস্থানে ধীর-স্থির ,
কাউকে ছেড়ে কেহ যায় না -
সংসারে বড় মহত্ত্ব আপনা-আপনা ।

শক্তি- তার উৎসও তদ্রূপাকার
এক দেখা, অপর অদৃশ্য রূপ তার ;
সংসার সংরচনায় প্রকৃতি স্বয়ংভু ,
বৃথা করা কারো হেয় বা ছোট -
এ বিষয়ে দ্বন্দ্ব; বোধে হ’লে খাট ।

সবই যেন এক নিয়মের- চলন
সঠিকতায় না করলে অনুধাবন
পদে পদে বিপদের প্রতিফলন ।
বহির্জগতের দৃশ্য সব- বিষ্ময়কর
মনকাড়া-অপূর্ব ! বাইরে কল্পনার ,
দুর্বোদ্ধে ঘেরা বোধশক্তি অপার
যেন অসীম পহেলি,ভরে-অন্তর ;
মানসিক বিকারের বড় শিকার ,
সবই দোষের খনি, যুগ-যুগান্তর ।

(২৭-১১-২০২৩)