বনের রাজা সিংহটা, অকালে মরল আজ ,
কি আনন্দ ! কি আনন্দ! শিয়ালের কি সাজ !
হক্কাহুয়া বন কাঁপায়, ডাকায় দিচ্ছে বাহার
অরাজগতায় উপচে সুখ খাচ্ছে তাজা হাড় ।
সব শেয়ালের মোটাপুচ্ছ নাড়ায় বেজায় খুব ,
মহাভোজের আনন্দে মেতে রাতের কাড়ে ঘুম ।

ধর্মেমতে শিক্ষা আছে, নিরীহ বলির পাঠা
শুধু শুধু বলে না লোকে, ধূর্ত শেয়াল ব্যাটা ।
রাজার সেবা খুব করেছে চামর দুলাত পায়,
এত দিন রাজমহলে রাজারই গুণ গায় ।
পাল্টি খায় মাতম দেখ, রাজারে করে শ্রাদ্ধ ,
ঝাড়েমুড়ে শেষ করে, দেশের যতো খাদ্য ।

এখন দেখে নিরীহ প্রাণী ছা-বাচ্চায় হাঁস ,
ধরে মেরে খেয়ে খেয়ে তারা করে উল্লাস ।
হাঁস বেচারা ভাবে বসে, এসব কেন হায় !
তোরা অধম মরে যা ! কারা যেন চেঁচায় ।
ডিমমাংস সবই খাব, তোরা আদির বাসিন্দা
ঘোর বুন্যের কম পড়েছে নানা সখের চাহিদা ।
ডাক তোর সব দেবতা, দেখব তার জোর -
আজ এ দিনে মৃত্যু থেকে, কে বা বাঁচায় তোর !

(২১-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ।