মানামানি নিয়ে হানাহানি
চক্ষুকোণে ধরছে ছানি ;
তা’ নিয়ে রঙ্গ, কানাকানি -
বেফাঁস কথা হয় জানাজানি ।

পড়ে পড়ে হয় না জ্ঞাণী -
পাঠশালায় পড়ুয়ে খায় বকুনি ;
রূপটি ধরে ভয়াল -
ঠাঁসে বিদ্যা--- লাঠিয়াল ।

অজান্তে শেখে অসত্য পাঠ ,
বুকে ধরে বিভেদের ট্যাগ্ ;
পরে ; বড় হয়ে, সে দ্যাখে -
শীতে কষ্ট, পৌষ-মাঘে !

শেখা হয় নি সত্য আওয়াজ -
নড়বড়ে তাই জীবন আজ ;
শিক্ষা ছিল হাওয়াই বাজি -
তাই তো এমন জীবন ধাঁচ ।

সে ছিল শিক্ষার দম্ভ- ঠাট ,
নৈতিক জ্ঞান ফাঁকা-মাঠ ;
কবরের মাটি আর শ্মশান ছাই -
কোনটা ঠিক ? জীবনে পাই ।

আমার আমার শিক্ষার স্থান
বিভেদে ভরা প্রতিটির মান ;
হিংসা-বিদ্বেষে ঝরে রক্ত
শিক্ষা এসবে করে উত্যক্ত ।

মৃত্যুও কেঁদে কেঁদে হাসে ,
আসবে না সুশিক্ষা শতত্রাসে ।

(৩০-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,