মনে তার অসীম যন্ত্রণা-কষ্ট !
কোথায় অনিষ্টের সুযোগ পায় ,
কপালটা যেন পোড়া-ছাই -
অশান্তির ঘর ,এতেই তুষ্ট ।
পশুর মত মাথায় দু’টো সিং ,
সে চায় বিনাশ পড়শীর সুশ্রীর ;
শত্রুতায় তার গা করে ঘিন-ঘিন !
কেন হয় না, তার বরাত ?
দুঃস্বপ্নময় শত্রুর রাত -
শিং এর আঘাতে আঘাত্
চায়, চিৎপাত,-সাথে উৎখাত ।
জীবন-পণ, শেখা মন্ত্র ,
বার বার রচে ষড়যন্ত্র -
সময়ে ঢালে বিষ ,
হিংসার মালা জপে, অশুভ আশিস ।
(০৩-১০-২০২৪)