কত না দেখা অসাধুতার চলন
সবে চায় তার ভবিষ্যৎ পরিবর্তন ,
পাকেও জন্মে কমল, সুরভিত ফুল
আগে সুযোগ আছে সুপথ অতুল ;
যদি স্বীকার করে সে,-- গত ভুল -
পায় সুখ সম্পদ ,ভাঙনে-কূল ।

সমাজ কার্যে মানুষকে মেলে স্থান
শৌর্য্যগুণে সে ত্যাগী, পাক মান ,
সে লুটেরা, যাদের লুটের নেশা
পর সম্পত্তি -ধন কাড়ে বেতাসা !

কিঞ্চিত অংশ দিয়ে দুস্থদের পাতে
দান সেরে মহান হয় এ জগতে !
আগেও লুট ধর্মে যদি চলে মহড়া
জানবে, সৎপথে তার হয় না ফেরা ।
সভ্য যুগে ক্ষমা পায় না তারা -
কিছুই নেই করার ,বাস্তব ধারার -
পচন স্বভাব সমাজে হানি করার ।

(০৫-১২-২০২৪)