সময়ে যদি না আসে চেতনা
বিপত্তি কালে না দেশভাবনা -
কমি যদি গুণ-ধর্ম যোগ্যতা ,
সম ভাবে দায়ি নেতা, জনতা ।
সাধারণ মানুষ ভালটাই চায়
পড়তে চায় না দ্বিবিধ ধারায় ।
তারা ,কোমল মৃত্তিকার দলা
প্রচার পেয়ে, বিশ্বাসে উতলা ।
ধরতে পারে না ছলের বেশ ,
আপসে ভরা কেবলি বিদ্বেষ
যখন দ্যাখে দুর্গতির শেষ
ছিঁড়তে থাকে মস্তক কেশ ।
লক্ষ সংখ্যায় লেখা সে আকাম
ইতিহাস পাতায় ভরা-পরিণাম ।
দেশই পারে দিতে সুখ ঠিকানা ,
ভাগ্যের পরিহাস, সত্য না জানা ।
(০৫-০৩-২০২৫)