কারা আনে স্বাধীনতা , কারা খায় ?
কথাটা কানাঘুষো হয়ে চরে বেড়ায় ।
খানেওয়ালা নিজ পায়ে না দাঁড়িয়ে -
বৈশাখী বগলে নিয়ে খোঁড়ায় ,
জনমন করে জয় ;
মনচাহ সব তাতে নির্ণয় ।
সুস্সুড়ী দেয় মর্ম স্থলে -
সৃজন হবে রোজগার, অন্তরিক্ষে, জলে ।
বিশ্বাসে বিপুল জনসমর্থন, শান্তিকাল ,
বলে, বড় শত্রু ,নকশাল !
তারাই দেশটা করছে বেহাল ।
কাজে অন্য দৃশ্য -
বামপন্থা সে দল চায় করতে নিঃস্ব ;
সুযোগে এঁটে কৌশল ,
বিস্তর ষড়যন্ত্রের চাল -
কারা আজ মালামাল ?
দেশে, চাকরির অশেষ আকাল
সেদিকে না ভ্রূক্ষেপ , না খেয়াল -
কোটি কোটি যুবকের নষ্ট হয় একাল- পরকাল ।
এদিকে কঠোর হল সে কালা কানুন ,
পেলে হয় বিরোধী সুর -
পান্তাভাত তো দূর --
মিলবে না নুন ।
(১৩-০৮-২০২৪)
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস । সমস্ত দেশবাসি ও প্রবাসে যাঁরা বসবাস করেন সকলকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।