সময়ের সাথে যারা চলতে শেখে নি
টানছে মিছা ঘানি ,
পথের হদিশ বললে পরে
গান ধরে রয় এলো-মেলো , -
নিজ গন্তব্য গতি-পরিণতি সবই অজানা
মঙ্গলে, ঘূর্ণাক্ষরে বুঝতে চাইবে না ,
যতই বল, বিবেকে জ্বালো আলো ।

খারাপ বা ভাল না বোধ সম্যক জ্ঞানে
সহজ, উত্তম পন্থাটি জানিও ,
যে ধর্ম বা দলে সবে সুখে ঝোঁকে
সে মত পথে তবে চলিও ।
হোক না আগে সে পাপের দংশ
দুঃখটা তবু কোথায় ?
আপাততঃ মধুর সুখ খুব লু্ণ্ঠন
আস্থার ভাবনা মাখায় ।

নিজ কর্মে জন্ম, অগ্রকাল- প্রলয় !
অত বুদ্ধি কে ধরে মাথে  ,
আগে অশান্তি, ভোগে প্রজন্ম
কি-বা যায় আসে তাতে ।

(১২-০১-২০২৫)