আমি মায়া ! শতছিন্ন কায়া ,
বুঝে ঝাঁটাও সকাল, সাম -
সর্বকালে সর্বঘরে, দলে দলে
ননদ-শাশুড়ী- জায়া ।

আমার দৃশ্য, আমি তখন মুমূর্ষু
আবার জাগাও হর্ষ -
অন্য দুয়ারে ডাকলে আদরে ,
বাড়ে আমার উৎকর্ষ ।

বিপদে-আপদে সে দুর্দিনে
কোমল সুরে, গান গেয়ে গেয়ে
বসাও হৃদয় আসনে -
সেজে উঠি আমি শুদ্ধ বসনে ;
বুঝে নাও আপন ধারা ,
অমি তখন ভাবুক, আত্মহারা !

সমাজ পড়শী তারাও আসি
চায়, তুমি পাও জয় -
বন্ধু জেনে তার কথা শুনে  
দূর করো তোমার ভয় ।
মানবিক জ্ঞানে আপদা ত্রাণে
আমাকে জড়াও রাজনীতি
বোধ হয় শূন্য তুমি কর মান্য
বাড়ে না তখন প্রীতি ।

পুনঃ ভাব, না ভুল
রূপে দাও তুল ,কলের পুতুল  
আদরে নব কলেবরে ,
বারবার ডাক আমারে
তাই তো আটকে রাখো ঘরে ।

(২৭-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,
সাম > সন্ধ্যা ।