আমি একজন শিক্ষিত -
বাকিরা সব অসাড় মৃত ,
আমার কর্মখানা এক স্বৈরাচার
নিজ স্বার্থে বাঁচা, এমনি অঙ্গিকার ,
সমাজে পাব আসন, নৈতিকতার -
মানবে মোড়ল সবে, এ সংসার ।

আমি নই অধম -জন -
করে যতন, ছড়াই বিভেদ রং -
এ না হলে ভরে না মন ,
ঘষামাজা বিবেক,- লাগে নি জং ;
এজন্য আমার জ্ঞান নয় কম ,
একচোখা দেখা, সবধারা- ধরম ।

(১৯-১০-২০২৪)