একটা কুমির কাঁদলে পরে
দ্যাখে না কেহ পেছন ফিরে ,
নিজ কর্তব্য পথে ফেলে
কেহ ভাসে না আঁখি জলে ।
এমনও দৃশ্য, দর্শনে পেলে
সহস্র কুমির, কান্দার ফলে ,
শত বিপদও হঠাৎ ভুলে
কঠোর প্রাণও যায় গলে ;
ক্ষনিক সাড়া -মানবতায়
দু’টিপা যেন থমকে দাঁড়ায় ।
সংঘর্ষ- কুফল, অধর্মে ,
রুধির ঝরলেও অপকর্মে ,
রক্ত দেখেই ভাবুক সবাই
নিরপেক্ষ মনে দুঃখ সদাই ;
দেখা না গর্ত- খাই
সে পথে ধাবিত সবাই ।
(০৬-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,