নীচে মোড়া ল্যাজ, নেকড়ে বাঘ,
দেখলে মনে হয় বড্ড নিরীহ
হবে হয়তো তার শান্ত স্বভাব
বেশ কুঁজো পিঠটা তায় ;
মুখে সদা লালা টপকায় -
সে যে মারাত্মক হিংস্র !
সহজে ভাবে না কেহ ।

জন্তুটা একে তো ঘোর বন্য
ভিতরের আসল রূপটা অন্য ;
স্বভাব, ছোঁ-ছোঁ করে বেড়ায় -
পরের করা শিকার,--হাতায় ।

বংশপরায় ধারা-চলন-শিখ্ -
অনিষ্টের প্রতি তাক্ , অত্যাধিক ।
আবার গুণও আছে,-দলে ভারী ,
হাসিটা শুনতে অতি বিশ্রী !

প্রাচুর্যতেও , মন ওঠে না !
পর সম্পদে হামলায় -
এমনি গুণধর্ম হায়নায় !
লোভটি পাপের এমনি জিনিস -
এক নিমেষে ফাঁকা খেয়ে দেয়ে-ফিনিস্ ।

যুগ-যুগ ধরে ভাবধারা দেথা যায় ,
আছে গোত্রে, ছা-বুড়ো বংশমর্যদায় –
তার ভবিষ্যৎ ,সবারে দেখায় আয়না ,
সংসারে, এ কালে, সুখে কি হায়না ?

(১৯-০৮-২০২৪)