জানার, বোঝার, অবারিত দ্বার ,
ভরা সমুজ্জ্বল রূপ, বিশ্ব সংসার ;
হয় না কী একটি বারও দুখ্ -
মিছে কেন ঢালা নিজেকে শম্বুক ?
সুখ সে দ্বার-কড়ায় দেয় নাড়া ,
এত অধম! দেই না সেথা সাড়া ।
সমস্ত দেহ মন কালিমা- লিপ্ত ,
পচন ধরা মেধা ,হই না উত্যক্ত ;
দম্ভ পরনিন্দা স্বার্থ নিয়ে মলিন -
ভাবি ,এমনি যায় যেন প্রতিটি দিন ।
ভাব-চৈতন্য যেন খোয়াড়ে-বদ্ধ ,
আন্যায় ব্যভিচারে হই না দগ্ধ !
মাত্র এটুকু শেখা এ জীবন ভর -
না ভাবনা পড়োশী ,আপন-পর।
অবাক ! গন্দা নিকাষী সে নালা -
সেও প্রচুর করে প্রতিজন ভলা ।
(২৫-১২-২০২৪)
শম্বুক > শামুক ।