আজ অকেজো হল বুঝি রেলইঞ্জিন
ভার টানতে পারে না রেল্ !
কি সে কারণ ? দেখায় আছে , এমনটা খেল ,
কাজ হয় না - ছুঁ-জাদুমন্তরে এক-দু’তিন ।

বিকল যন্ত্রে চাই মেরামত, তেল- জল -
দরকারে দক্ষ চালক, কাজে যে সফল ;
তবু আরো আছে নানা বাঁধা -
সামনে যে মহা গোলক ধাঁধাঁ !
অতি সংখ্যক “কোটার” যাত্রী- ব্যাপক ,
যতই তাদের ওঠা দরকার হোক ;
ক্ষমতাহীন রেল, বগি কাটা লাগবে ,
তবেই, ভার সহ্য করে, -রেল চলবে ।

(২৮-১১-২০২৪)