সস্তা খাবে- সস্তা ?
পেটে বাঁধ গামছা ।
ওরাই কেবল পারে
ধন্য হয় মানুষ মেরে ;
দ্যাখে না মা-মাসী
সে শাসক বিদেশী ?
ভয়ার্ত করে পাড়া -
ধকমিয়ে করে আধমরা ,
সামান্য সুযোগ পেলে -
মানুষকে ভরে জেলে ।
না চিন্তা জনতার
দ্রব্যমূল্যের হাহাকার !
কর্মে যোগ্য তারা -
কর্ বসিয়ে নিঃস্ব করা ।
কঠোর কানুন করে জারি
দেশোত্থান- স্লোগান ধরি ,
ভাষণ দেয় হৃদয় ভরি -
পাড়ে মিথ্যা, ঝুড়ি-ঝুড়ি ।
দেশটা এখন অধীন কার ?
ধনীরা ছেয়ে--একাকার ,
ধাপ্পাবাজি মেরে -
চলে গায়ের জোরে ।
ঢং ,গরীব নিয়ে আহাজারি -
দুস্থর কপাল, ফুটো-হাঁড়ি ।
(০৩-১২-২০২৪)