আমরা যে শব্দটা বলি বীরত্ব
অজান্তে শেখা সে শব্দটার অর্থ ,
তার উৎপত্তি ,সে বর্বরাতার দিক
আজ ,সভ্য যুগে অমান্য এর প্রতীক ।
আজও দরকারে বাধ্য, দিতে তাল -
যেন হিংসার রূপ ,সে মহা কাল ,
গর্বে বুক ফোলা এ নামে শান
বীরত্ব শুনিতে উদগ্রীব থাকত কান ।
লুণ্ঠন, দেশ হড়প- অভিযান -
আগে সমাপ্ত হবে এ কুখ্যাত মান ,
বীরত্ব শব্দ সে হারাবে নিজ অবস্থান ।
একদিন মানবে না, সে সামান্য শিশু
তাই তো দুঃখ ! দেখে ক্রুশে যীষু ,
মনে ধরে নিরীহ সে শত্রু পড়োশী -
মেরে-মেরে তারে, দেখানো বীরত্ব
এ অপবাদ এ শব্দের মোহ- রাজত্ব ;
এ ঘৃণিত কর্ম আগে চলবে না বেশী ।
দেবীর গলা শোভে নর মুণ্ডমালায় !
এ দৃশ্য মাথায় ঘুরপাক খায় ,
আছে জ্ঞান তবু অদেখা বাস্তব ধরাতল
ভাবে না মান্ধাতার--- এ শব্দ সম্বল ,
বর্বর যুগ ডাকা, মূর্খতা ভরা ভাবনায় ।
(২০-১২-২০২৪)