সমাজে কোণ ঠাঁসা ! পাই না ভালোবাসা ,
লোক কত না বলে বেড়ায়- যা’ তা’
লোকটার বড় অভদ্র ! খাপছাড়া আদিখ্যেতা ।
গালগল্প লেখে রাতদিন
গাঁজাখোরী ভাবনায় যেন শৌখীন ।

অচল আধুলি চায় চালাতে
নিজ কুখ্যাত বিচার চায় দীপ্তময় করতে ,
কেহ যেন ভাত খেয়ে থাকে না !
তার এ সাধারণ জ্ঞান কী অজানা ?

চলতে হয় সমাজের তালে
তবেই ভাগ্যে সুফল মেলে ,
আদি পুরুষের সব প্রচলন প্রথা
তা’ নিয়ে করতে নাই মাথা ব্যথা ।

মরবে সে একদিন বেঘোরে জানি ,
শেষকালে জুটবে না কপালে পানি !

(১১-০৯-২০২৩)