“জোর যার মুল্লুক তার”
এটাই তো দেবতাদের বিচার !
কেহ যদি সে পথে চলে
এ ব্যাটা তাকে দেয় তর্কে কান মলে ,
এ নাকি অপরাধ এ যুগ-কালে !
আরো বলে, গরীব পিষছে ধনীর যাঁতাকলে ,
সব ভেদাভেদ মিটবে সমতা এলে ।
লেখকের আকাশ কুসুম কল্পনা
অদ্ভূত ! মূর্খতাপূর্ণ সব ভাবনা ।

শক্তি-দম্ভ-অহং যদি নাাইবা থাকল
সে বোঝে না ! এ সব বিনে  
জীবনটা যে হয় মহা খেলো-খেলো ।
কবে হবে এ নির্বুদ্ধিতার অবসান ?
অভিস্পাত করি, অচিকে নির্মূল হোক তার জান !

(১১-০৯-২০২৩)