যুগে যুগে প্রতিবাদী-- কথাবাচক
তার কপালে লেখা দুঃখই-সংযোগ ,
তারা যে কুকথার বিরোধী বর্গ
সর্বদা ঝুলন্ত মাথার ’পর খড়্গ ,
যখন তখন হতে পরে তার মুণ্ডপাত ,  
কারো মনে ধরে না এ ক্রূরকশাঘাত ।
মানবতার নিদর্শন, হৃদয় বিগলিত কথা
মনুষ্যে বিবেচিত হয় কি সে ধারায় ব্যথা ?

জন প্রবৃত্তি সাধ্যমত নব মতবাদে ভরা
যারা সুপথের দিশারী ,বরণ করে কারা ।
তবু কটিবদ্ধ ,প্রকাশিতে সুবিচার তারা
ঔজ্জ্বল্যে দীপ্ততেজে উদিয়মান হৃদয়
তুচ্ছ করে কারা, তারা পাগলপারা !
তকমাশা করে না ,কাজে হোক জয় ।

প্রচলিত ভুল-ভড়কম- মিথ্যা আড়ম্বর
অগ্রাহ্য করে, লেখকের প্রতিটি খবর ।
সত্যের অনুসারী, পায় না যোগ্য আসন
যেন অভিসম্পাতে ভরা তাঁর এ জীবন,
চেয়েছিল নবজ্ঞান উন্মেষে এ ধরায় -
আঘাত-আঘাতে তাঁর আজ প্রাণ যায় ।
(১৬-০৯-২০২৩)

"আমলারা প্রগতিতে অগ্রগতি ,
চালাকেরা তাদের সাথে সম্মতি !
নইলে পাবেনা তাদের সংগতি ,
না করলে তাদের নিয়ে মাতামাতি !
লেখক যেটা লেখেই শত্রু আতি ,
তাদের উপর না আছে ভাব ভক্তি । (১৪-০৯-২০২৩) প্রিবকবি দীপ্তি রায় । কাব্য "অভিসম্পাত-৫" এ তাঁর মন্তব্য।
অপূর্ব জ্ঞান-বিচারে আপ্লুত হয়ে , তার সম্মানে এই  “অভিসম্পাত-৬”
কাব্য প্রকাশ ।