এ সব নিন্দায় লোক কত কি না বলে ,
ভালোরে না কি করি, সমালোচনা নোংরা চালে ।

সবার আপাততঃ মধুর বিচার
তোষামোদীতে যদি হয় কাজ উদ্ধার ,
পাগলা কুকুর যে কাটে নি তার !
কেন উঠাতে যাবে দায়িত্বের পাহাড় ?

জনতা, খেয়ে-দেয়ে সুখে নাচে গায় -
দেশের আমলা, নেতা, তারা আজ মাথায় ।

সে লেখককে দুষি হাজারও বার
সহ্য হয় না এ সব সুখময় আচার ।
অভিসম্পাত ছন্নছাড়া হবে , পড়বে হাবড়ে ,
সাক্ষাৎ দেখছি, সে নিজে-নিজ কবর খোঁড়ে !!

(১২-০৯-২০২৩)