রমরমিয়ে প্রগতি হচ্ছে দেশ ,
ধনাঢ্য মজায় আছে বেশ !
চালাক-চতুর খেয়ে দেয়ে জীবন তার সুমধুর
কিন্তু এদিকে সর্বঘাটে গরীব হয় ফতুর ;
তারা পান্তা-নুনে বাধ্য জীবন- চল
কে বোঝাবে , জীবনে কেন এত ছল ?

লোকে বলে , এ তো সব দেশে চলে
এক লোক ক্ষেপানো লেখায় লেখে ব্যাটা
মিথ্যার আড়ম্বর, সে যে পথের কাঁটা ,
সমাজ তালে না চলে--অপকথা বলে !

এক স্বভাবি বিপরীতধর্মী লেখায় নিমগ্ন
বৃথা ভষ্মে ঘি ঢালা ,ফলবে না শুভলগ্ন ,
একদিন পাবে না ঠাঁই সে- কুড়েঘরে
তার জীবনটা যাবে অকালে ঝরে ।

ও লেখক শান্ত হ-!-- এবার ,
যদি না চাস যেতে অচিরে যমের দুয়ার !!

(১২-০৯-২০২৩)