আজ যদি সব বলে ফেলি -
কাল বলবটা কি ,
আজ যদি সব খেয়ে খতম
আগে ঠনঠন ঘি !
সমস্যা সব মিটলে পরে
মানুষ হয় যে হিপ্পি ,
বোতল প্রেম, মাতাল সে
খোঁজ রাখে না ছিপি ।
কোন্দল শূন্য দেশ গড়লে
বিচারালয় হয় নীরব ,
কাজ না করে দিন যাপন
আলসে হয় যে সব ।
ভাগের মা গঙ্গা পায় না
অধিক সন্তান বলে ,
এ যাতনার মীমাংসা নেই
তবুও সংসার চলে ।
সুখের মাত্রা অধিক হলে -
ঝগড়া-ঝাটি প্রচুর ,
ভূতেরা এসে খুব কিলায়
ওঠে মাতম সুর ।
(০২-০৪-২০২৫)
হিপ্পি > ষাযাবর ।