মাছ বেচে জেলেনী, ফেরতা পথে
সাঁঝে, বিপদে পড়ে ঝড়ে ,
এক সুহৃদ মহিলা বলেন ডেকে ,
‘রয়ে যাও-আমার ঘরে’ ।

সকাল বেলায় মহিলা শুধান
ঘুমটি কেমন এলো ?
জেলেনী বলে, ‘চোখের পাতা  
কই বা এক হল ।

এত ফুলমত বিছানা পেয়েও
ঘুম যে গেল উড়ি !
কাছে দিলে না রাখতে তাকে
আমার মাছের ঝুড়ি’ ।

(১৬-০৯-২০২৩)