চুনোপুঁটিরা ছা-বাচ্চা দেয়
লাখো হাজারো ডিমে ,
তাদের খেয়ে বোয়াল মাছ
নাচে সুখে ধরাধামে ।
কে ভাবে তাকে গরল
অভ্যাসের সে যে দাস ,
বোধে কম পুটিরা সরল
পড়ে বেঘোরে হাঁসফাঁস ।
শাসক সাজায় রঙের পসরা
ভেজালে ভরে দোকান ,
অভ্যাসের দাস জনতা নেতা
এসবে দেয় না কান !
দেশ চিন্তায় রাত্র জাগরণ
না নেমে জলকাদা মাঠে ,
পাতার পর পাতা সাজায়
লেখক লেখে খেটে-খেটে ।
খর্ব ,আহার-বিহার নিদ্রা
কোন সে সুখে বাস ?
প্রতিবাদী যাপীত জীবন
অভ্যাসের সে দাস ।
(১৭-০৯-২০২৩)