অভ্যাসে আত্মকেন্দ্রিক, দুরাগ্রহ গ্রস্ত ,
স্বয়ং ভাবা নিজেরে অপরাজয়--মস্ত ;
আত্মসুখী অনুগামী
লাভের প্রসাদ পেতে হাঁতে- হাঁ ভরে হামি ।

স্বার্থী ,অভ্যাস বশতঃ আত্ম নিমগন
অচিরে প্রতিফল সমাজ বিঘটন ;
স্বেচ্ছাচারিতায় যদি ভরে দেশ সমাচর ,
ঝড়ো মেঘের ঘনঘটা সম রূপাকার ।
কেন ফেরে না দেশে জন-বরাত -?
আসক্তি, গড্ডালিকা প্রবাহ- ধাত ।
বদ অভ্যাসের দাস- সেয়ানা পাগল
এক কথায় সমাধান । এ ধরা গোল !

(১৮-০৯-২০২৩)