সব আছে, তবু হাতের নাগালে- না ,
কত শুভ জ্ঞান- চারিদিকে,- অজানা ;
আমরা তবু হতাশায় মরি এ কালে
অভ্যাসে, জীবন চলন নোনা জলে ,
ভেড়ি দ্বারা আবদ্ধ পচনশীল-ডোবা -
তাকে অপারক পার, এতই যেন হাবা !

অভ্যাসে ইঁদুর দাঁতে কাটে ন্যাকড়া ,
সুখ আছে অশেষ, তাকে টুকরো করা ;
জীবনটা এমতঃ বোধ-বুদ্ধি যদি ভরা
অভ্যাসের দাস, সুবোধে না সাড়া ;
তবু ,এ জীবন ধন্য ,সুখে সমগ্ররা ,
বাঁচা-বাড়া, সংসারিক কর্মে আত্মহারা ।

(২৩-০৯-২০২৩)
ভেড়ি > অল্প উঁচু আইল-বাঁধ ।
ডোবা >  খানা-চত্তর, জলের বিল ।