অপাংক্তেও সে, বসা ডালটি কাটে
অভ্যাসে মাতাল! জীবন টা যে কষ্টে ,
ভাল কথায় তার কান হয় ভারী -
কত সুখ পায় ! গিলে গিলে তাড়ি ।
ভেজালদার সে ভেজালে মাতোয়ারা ,
মানুষের জানকে করে না পরোয়া ।
বুঝেও তার থাকে না দয়া-মায়া ,
এমতঃ অভ্যাসের দাস- পাগলপারা ।
না জাগলে শুভ পরিস্কৃত বিচার
ঘুষের রাজ্যে না শুভসমাচার ।
সরকারী আমলা- উৎসাহী বেজায়
কড়ি চাই কাজে, বলে ইশারায় ,
অভ্যাসে অনুরাগী সেবারত প্রাণ -
উপরী কি এল, প্রতিদিন ধ্যান ।
(১২-০৯-২০২৩)
পরোয়া > তোয়াক্কা ।