ধান ক্ষেতে, থৈ থৈ জল ,
আজ ফলেছে সোনার ফসল
আহা ! তৃপ্তিতে পরাণ
চাষীর জ্ঞান, ফসলই তার সন্তান ;
চোখ জুড়ায় , দেখে ধানের বান ।
হয় না বাছা, দু’চার আগাছা -
লকলকে তার চেহারা ,
অনাহুত, গেঁড়েছে শিকড় তারা ।
বাড়ায় চাষীর ভাবানা -
যদিও দাওয়াই আছে জানা ,
দিলেই সে বিষ যাবে মারা !
ভাবে, দয়াবান সে চাষী -
ওরাও একই ক্ষেতের গৃহবাসি ,
বাঁচুক না- দু’চার ?
তারও আছে বাঁচার অধিকার ,
এই জগতে হয়ে- জীবন সাথী ।
(০৯-০৯-২০২৪)