অশেষ দুর্যোগে ভুগলেও দেশের লোক
শাসক চায় সুনাম ,হয়েও বদনামী শোষক ,
সে একতারে করে বিচ্ছেদ ,ভরে বিদ্বেষ ,
মানুষের মাঝে ভুল নীতি চালায় অশেষ ।
অর্থ লগ্নিতে ধারদেনা সারে অমাপা বিশেষ ,
শোষণ কাজে ধূর্ত চোখ, চেষ্টার নেই শেষ ।
মিথ্যার কারখানায় আশা সৃষ্টিতে নেয় যত্ন ,
আগ্রহী দুর্নীতি করায় ,পোষে এক-এক রত্ন ।
টাঙানো মন্ত্রীর সৌম্যমূর্তি দেখা,- দফতর ,
এটাই উত্তম ! আর কত উন্নতি চাই সুখবর ;
দেশের সাধারণ ধন্য মানে, আজ নিজেরে -
নেতার দীর্ঘ্য পরমায়ু চায় তারা-অন্তরে ।
এ সহজ ধারা, এ ভবে চলছে শাসক মান ,
গরীব-দঃখীজন- তারা এসবে রয় অনজান ।
দয়ার ভিক্ষায় আস্থায় বাঁচা, সকাল ও সন্ধ্যা
এমনই শিক্ষাধারা, না বোঝা ভলা বা মন্দা ।
(ইং-১৮-০৩-২০২০)