বোকার ভাবনা। নাম যেন বড় ; কর্ম নয় -!
ইতিহাসে তারা নাম চড়াতে যায় ,
নাম কামাতে কত সজ্ঞানে জীবন করে ক্ষয় ।
অঝোরে ঝরুক না রক্ত -
হতে চায় নামপথের ভক্ত ,
হোক না অহিত –
নেবে না শিক্ষা, ধর্মের আর বিদ্যাপীঠ ,
নামরোগ মনে পুষে-পুষে, আকাশে ভাসে -
দিন যায় এ মোহে কত না হরষে ।
না বুঝে হিতাহিত
অকাজেও হতে চায় শহীদ ,
নাম জন্য সাজে কংস -
করে বসে চরিত্র ধ্বংস ,
শিক্ষার মূল্য যাক না ঝরে -
শুধু চাই নামটা, সবার ঊপরে ।
(০৯-০৯-২০২৪)