জানি না মাছেরা বোকা না চালাক ,
বুঝি, ক্ষুধার মহা জ্বালা- টান
ধুর্ততা, চালবাজি, মাছেরা জানে না
সরলতায় তাদের জীবন জিনা ;
বোধবুদ্ধিতে না ঘুর-প্যাঁচ,
টোপ দেখে আহ্লাদে হয় সজাগ ।

সরলতার মাহান গুণ আজ বিপদ !
সর্বস্তরে এ নীতির ফল-- দুঃখদ।
এ কার্য নিয়ে চালাক- শিকারী ,
ভোটজন্য করে ভীষণ বাড়াবাড়ি ।

সুস্বাদু করে টোপের আহার
কার্যে, ভোটে হয় জয় সববার ,
ওঠে ইতিহাসে নাম তার ;
জনমানসে তিনি যে অবতার !!

(০৪-০৬-২০২৪)
জিনা > জীবিত থাকা ।