জ্ঞানার্জন এক সদগুণ দৃশ্যতা ,
কৃচ্ছ্র সাধন রততে অবিরত
ঘাম ঝরিয়ে তবে হয় শিক্ষিত ,
শিক্ষায় ভরে গুণ ও সহিষ্ণুতা ।
লোভে হয় নষ্ট স্বভাব
কী লাভ এমতঃ হাবভাব ?
টোঁপে যদি সেও আসক্ত
অন্যায় দেখে হয় না বিরক্ত ।
কত নামী লোক বৈচিত্রে নানা
যেন অজ্ঞানী,- বোধে কানা
প্রবুদ্ধের যদি হয় সে মত ভাবনা
বুঝেও টোপ গেলে সেয়ানা ।
এ টোপের মহিমা সততঃ চল
লোভে আসক্ত তাই দলবদল
প্রায়ই জনতা প্রতিবাদ করে না
কী যে কারণ? হাঁতে ভরে হামা
যদিও তার জানা, টোপের মহিমা ।
(০৪-০৬-২০২৪)