বিশাল দেশ, বৈচিত্রে ভরা লোকাচার ,
মনজুগিয়ে চলা, এক কঠিন ব্যাপার -
যতই দাও না কেন একনিষ্ঠ আদর ;
শাসক কী যোগ্য নিতে দায়িত্ব ভার ?
এক কাজে তিনি অনড় -অটল ,
বিনা লাভে হাতে গড়াবে না -
এক ফোঁটাও জল ।
কি সে বিষয় ? কর্কট রোগ -
যে আসে সেই নেয় টোপের সুযোগ !
রাজ করার গূঢ় রহস্য গুপ্ত অজানা -
বোধে প্রাজ্ঞ, শিক্ষায় শিক্ষিতরাও
মনে ধরে ব্যতিক্রম ধ্যান-ধারণা ।
শাসক, কষ্ট না করেই দাম চায়
এ নীতিস্রোত যেন বয় একই ধারায় !
সর্বস্তরে শোষণে ভরা গণবেশ
পদে পদে লুন্ঠিত যতেক
টোপ জালে ছেয়ে আছে দেশ ।
(০৯-০৬-২০২৪)