নেতার আছে এক একনিষ্ঠ মন
জীবনে না কোন কর্ম সমস্যা ,
আরো এক অতি দামী রূপসী রতন
জনতায় টোপ ফেলা ব্যবসা !
স্বার্থী নেতা সততা জলাঞ্জলি দিয়ে
টোপের মোহে ,নীতি ঘুরিয়ে -
চলে, একশত আশি ডিগ্রি চালে ,
বহুনেতার এ দৃশ্য দেখা যায় হালে ।
মুখোশ পরে নেতা ঘোরে কর জুড়ে
জনদরদী বেশে ধর্ণা, দোরে-দোরে ,
ভোল পালটায় জেতার পরে
শোষণ ধর্মের রীত মাথায় করে -
সমাজবাদী মতকে মারে লাথ ,
এখন টোপে, দলে যোগ পুঁজিবাদ !
দেশের ভবিষ্যৎ পোড়া কপাল
রাজগদি মোহে টোপ গেলে ,
এই তো প্রকৃত নেতার হাল ।
(০৯-০৬-২০২৪)
দোরে-দোরে > দুয়ারে দুয়ারে । লাথ > লাথি ।