বিরোধী সুযোগ্য হলে
পড়ে, শাসকের রোষানলে ,
সে চায় না ভালবাসতে অন্য নেতা
তার, চরিত্র নিয়ে করে তুলোধোনা ,
অর্থে চলে এ খেলা, স্বার্থীর নানা ।
যাদুকর-দেয় পরিচয় যোগ্যতার
আছে সম্মোহন শক্তি তার অপার ।
সরল নিরীহ অভাবী মানুষ
না কোন চিন্তা আগের হুশ ,
ভিক্ষা নিয়ে রয় খুশ ।
রাজনৈতিক হালচাল
দাবার চাল-
শাসক চালায় অপার !
অস্ত্র রূপে ব্যবহার ।
স্বার্থী, জ্ঞানী, দেয় আভাস
‘মূর্খের যত দিন দেশে বাস
চালাক জীবন ভর
আয়েশে বিটাবে তার আশ’ ।
দেশের হাল ঠিক তাই
বোধে কমতি চাল-চরিত্রে পাই !
প্রবুদ্ধ কি করবে মনের জোরে ?
যেখানে নব্বই প্রতিশত্
ঘোর মহা অবুঝ অন্ধকারে ।
টোপ ফেলে ভোট নেয়
রাজত্ব পায় ছেলে খেলায় ।
(০২-০৬-২০২৪)