গৌতম ঋষির জায়া, বিনা দোষে
অহল্যা হয় পাষাণী
মাত্র টোপের বিনিময়ে
জীবন হয় পাথর ,
কত পাগলপন সে ধর্ম কাহিনী ।
দেবতাও টোপ কার্যে যুক্ত
এমন দিন আসবে সব অহিল্যারা
পাষাণ হতে হবে মুক্ত ।
চাই হাজার রাম এই ধরা ধামে
জেল স্বীরারে করুক কর্ম-ধরমে ।
বিনা টোপে উদ্ধারিতে এ দেশ
নিরলস কর্মে মেতে- জাগুক গণবেশ ।
একাজে চাই , সহস্র হাজার
দেশ হিতে গড়ে উঠুক উন্নত বিচার ।
(০৪-০৬-২০২৪)