শাসকের যোগ্যতা যে নেই,-- তা নয় ?
সারাক্ষণ লেগে থাকে কমিশনের আওতায় ,
বাড়তি খাজনায়, চেষ্টা চালায় তার বাজনা -
সরল নিরীহদের পোহাতে হয় অজস্র হর্জনা ।

ভোট তো আসতেই থাকে
ব্যয়-বরাদ্য দাম বাড়তি- মূল্য বলে যাকে ;
পুনঃ গদি প্রাপ্ত না হলে, ফুরাবে সব কারনামা ,
শাসক সাবধানে ফাঁকে-ফাঁকে করে জল্পনা ।

টোপ মাহাত্ম্য তাকেই ধরে, আদ্যপ্রান্ত
ধ্যান-জপ, পূজা-পাঠ বজায় রাখে মন্ত্র ;
এক আনি দিয়ে চার আনি উসুল ,
সামনে টোপ রেখে এ কাজে করে না ভুল ।

বড় গূঢ়াচার শাসন ধার !
না দরকার খোঁজ-খবর জনতার -
একমাত্র জ্ঞান,
টোপের মহিমা বজায় রাখা তার ।

(০৯-০৬-২০২৪)
কমিশন > উপরি প্রাপ্তি । হর্জনা > বাড়তি ভরতুকি। কারনামা > কেরামতি ।
উসুল > আদায় করা ।