সরকারী কাজে ভীষণ দক্ষতা
টোপে টোপে দেশটা পাটা ;
নীচ থেকে উপরওয়ালা
দেশ নিয়ে করছে ছেলেখেলা ।
দেশে দৈন্যতা ডেকে ,
শাসক চলে বীর দর্পে হেঁকে ,
বলে, সর্বদোষ নন্দঘোষ
ইশারা , পড়শীর দোষ ;
অস্ত্র সৈন্য লোক-লস্কর ভরে
গান গায় বিপ্লবী সুরে ।
না ধরে, না খায়, এমনি হাঁপে
কোটি কোটি চাকরীর টোপে -
আছে যুবক টোপ পেয়ে টিঁকে ।
কত সহজ পন্থা টোপের রাজ -
চাক্ষুস প্রমাণ সর্বত্র দেখা আজ ,
শাসক বলে, দেশে অসীম শান্তি
মানতে হবে মাথায় পড়লেও বাজ !
(০৯-০৬-২০২৪)